Breaking

Wednesday, July 7, 2021

WBP Constable Preliminary Practice Set 04 PDF in Bengali | পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট পিডিএফ

WBP Constable Preliminary Practice Set 04 PDF in Bengali | পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট পিডিএফ | পশ্চিমবঙ্গ পুলিশ প্রশ্ন pdf 
 পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট পিডিএফ

সুপ্রিয় বন্ধুরা,
        আজ তোমাদের সাথে শেয়ার করবো আগত পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরিক্ষার প্রস্তুতির জন্য WBP Constable Preliminary Practice Set 04 PDF in Bengali | পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট পিডিএফ ; পশ্চিমবঙ্গ পুলিশ প্রশ্ন pdf; এই প্র্যাকটিস টির বিশেষত্ব হলো এটি সম্পূর্ণ বাংলা ভাষায় এবং এখানে সিলেবাস ভিত্তিক প্রশ্নোত্তর দেওয়া হয়েছে । এটি তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার জন্য খুবই প্রাসঙ্গিক । এছাড়া এই সেট টিতে মোট পঞ্চাশটি প্রশ্ন উত্তর পাবেন । আপনি যদি আগত পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে WBP Constable Preliminary Practice Set 04 in Bengali PDF : পশ্চিমবঙ্গ পুলিশ প্রশ্ন pdf টি ডাউনলোড করুন এবং জোর কদমে পড়তে থাকুন । 

⟿ সুতরাং, আর সময় অপচয় না করে নিচে থাকা লিংক থেকে WBP Constable Preliminary Practice Set 04 PDF in Bengali | পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট পিডিএফ টি Dwonload করে নিন ।
পশ্চিমবঙ্গ পুলিশ প্রশ্ন pdf
01. এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় -
Ⓐ অন্ধপ্রদেশ কে 
Ⓑ কেরল কে
Ⓒ দিল্লি কে
Ⓓ মেঘালয় কে 

02. আকাশ কি ধরনের ক্ষেপণাস্ত্র ?
Ⓐ ভূমি থেকে ভূমি 
Ⓑ ভূমি থেকে আকাশ 
Ⓒ আকাশ থেকে আকাশ 
Ⓓ এন্টি মিসাইল ট্যাংক 

03. কোন বিখ্যাত ব্যক্তি ভারতের পক্ষীমানব নামে পরিচিত ছিলেন ?
Ⓐ সেলিম আলী 
Ⓑ প্রমথেশ বড়ুয়া
Ⓒ বিজয় প্রকাশ 
Ⓓ কোনোটিই নয় 

04. হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে ছিলেন ?
Ⓐ গীতা মুখার্জি
Ⓑ লিলা শেঠ 
Ⓒ রানী জেঠমালানি 
Ⓓ ফাতিমা বিবি 

05. ভারতীয় রাজ্যের প্রথম মহিলা গভর্নর কে ?
Ⓐ সরোজিনী নাইডু 
Ⓑ বিজয় লক্ষী পন্ডিত
Ⓒ সুচেতা কৃপালিনি
Ⓓ উপরের কেউই নন 

06. সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাষ্ট্র হল - 
Ⓐ নায়াগ্রা
Ⓑ ভারত
Ⓒ বাংলাদেশ
Ⓓ সিঙ্গাপুর 

07. প্রথম কোন মহিলা জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হন ?
Ⓐ আশাপূর্ণা দেবী 
Ⓑ মহাদেবী বর্মা
Ⓒ ঝুম্পা লাহিরি
Ⓓ কেউ নন 

08. জাপানি ব্যবহৃত মুদ্রাকে কি বলা হয় ?
Ⓐ রুপাইয়া
Ⓑ রিয়াল
Ⓒ ইয়েন 
Ⓓ ইউয়ান 

09. রেশম উৎপাদনের জন্য রেশম কীটপ্রতিপালনের বিদ্যাকে কি বলা হয় ?
Ⓐ Apiculture
Ⓑ Silviculture
Ⓒ Floriculture
Ⓓ Sericulture 

10. প্রথম কোন ভারতীয় বোলার টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেন ?
Ⓐ কপিল দেব
Ⓑ অনিল কুম্বলে
Ⓒ হরভজন সিং 
Ⓓ রবি শাস্ত্রী 

11. Paradise Lost - বইটি কার লেখা ?
Ⓐ ডিকেন্স
Ⓑ জন মিলটন 
Ⓒ চার্লস ডারউইন 
Ⓓ টমাস হার্ডি 

12. পল্লীসমাজ এর রচিয়তা কে ছিলেন ?
Ⓐ রবীন্দ্রনাথ ঠাকুর
Ⓑ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 
Ⓒ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 
Ⓓ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 

13. কলিঙ্গ পুরস্কার কোন বিষয়ে দেওয়া হয় ?
Ⓐ বিজ্ঞান 
Ⓑ সঙ্গীত
Ⓒ খেলাধুলা 
Ⓓ কোনোটিই নয় 

14. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় ভাইস চ্যান্সেলর কে ?
Ⓐ সত্যেন্দ্রনাথ ঠাকুর
Ⓑ সত্যেন্দ্রনাথ বসু 
Ⓒ জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর
Ⓓ স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় 

15. “জয় জওয়ান জয় কিষান” - এটি কার উক্তি ?
Ⓐ নেতাজি সুভাষচন্দ্র বসু
Ⓑ জওহরলাল নেহেরু 
Ⓒ লাল বাহাদুর শাস্ত্রী 
Ⓓ মহাত্মা গান্ধী

16. উইন্টার অলিম্পিক কত সালে আরম্ভ হয় ?
Ⓐ ১৯৮৭ সালে
Ⓑ ১৯২৪ সালে 
Ⓒ ১৯২০ সালে
Ⓓ ১৯৩৬ সালে 

17. ‘পরশুরাম’ কার ছদ্মনাম ?
Ⓐ প্রথম চৌধুরী
Ⓑ বিমল ঘোষ
Ⓒ মোহিতলাল মজুমদার
Ⓓ রাজশেখর বসু 

18. নিম্নলিখিত মধ্যে কোন দেশের সীমান্ত দীর্ঘতম ?
Ⓐ ভারত
Ⓑ রাশিয়া 
Ⓒ ফ্রান্স
Ⓓ জিম্বাবোয়ে 

19. কলকাতার হাওড়া ব্রিজ কোন ধরনের ব্রিজ ?
Ⓐ আর্ক ব্রিজ
Ⓑ ক্যান্টিলিভার ব্রিজ 
Ⓒ বিম ব্রিজ
Ⓓ সাসপেনশন ব্রিজ 

20. ‘Crime and Punishment’ বইটির লেখক কে ?
Ⓐ ফিয়োডর দস্তয়েভস্কি 
Ⓑ ভিক্টর হুগো 
Ⓒ মার্ক টোয়েন 
Ⓓ লিও তলস্তয় 

21. ভারতে কলা, সাহিত্য ও বিজ্ঞানে কৃতিত্বের জন্য সর্বোচ্চ সম্মান কোনটি ?
Ⓐ পদ্ম পুরস্কার
Ⓑ ভারতরত্ন পুরস্কার 
Ⓒ গ্যালান্ট্রি পুরষ্কার
Ⓓ কোনোটিই নয় 

22. ‘Making of the Mahatma’ -এর নির্দেশক হলেন -
Ⓐ শ্যাম বেনেগাল 
Ⓑ হিলারি ক্লিনটন 
Ⓒ রিচার্ড অ্যাটেনবরো 
Ⓓ পিটার উস্টিয়ানভ

23. ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
Ⓐ পরেশনাথ 
Ⓑ গুরুশিখর
Ⓒ মাকুতি
Ⓓ নবগ্রহ 

24. নিচের কোনটি পাললিক শিলা নয় ?
Ⓐ ডলোরাইট 
Ⓑ ডলোমাইট 
Ⓒ কয়লা 
Ⓓ কোনোটিই নয় 

25. কাকে রাসায়নিক দূত বলা হয় ?
Ⓐ ভিটামিন 
Ⓑ হরমোন 
Ⓒ সিরাম
Ⓓ উৎসেচক 

26. লিওনেস মেসি কোন দেশের খেলোয়াড় ?
Ⓐ স্পেন 
Ⓑ আর্জেন্টিনা 
Ⓒ পর্তুগাল 
Ⓓ জার্মানি 

27. ‘তুঘলক নামা’ গ্রন্থের রচিয়তা কে ?
Ⓐ আল-বিরুনী
Ⓑ ইবন-বতুতা
Ⓒ ফৌজি
Ⓓ আমির খসরু 

28. চোল সাম্রাজ্যের রাজধানী কোনটি ?
Ⓐ কাঞ্চি 
Ⓑ তাঞ্জোর 
Ⓒ কল্যাণী 
Ⓓ কোনোটিই নয় 

29. টেলি যোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় ?
Ⓐ অবলোহিত রশ্মি
Ⓑ অতিবেগুনি রশ্মি
Ⓒ মাইক্রো তরঙ্গ 
Ⓓ এক্স রশ্মি

30. কে ভারতীয় সংবিধান কে ‘আইনজীবিদের স্বর্গরাজ্য’ হিসেবে গণ্য করেছিলেন ?
Ⓐ এম ভি পাইলি 
Ⓑ ঠাকুরদাস ভার্গব
Ⓒ আরনেস্ট বার্কার
Ⓓ ভি পাইলি 

31. এক টাকার নোটে কার স্বাক্ষর থাকে ?
Ⓐ অর্থমন্ত্রী
Ⓑ RBI গভর্নর 
Ⓒ অর্থসচিব 
Ⓓ প্রধানমন্ত্রী 

32. ভারতে লৌহ আকরিক রপ্তানির জন্য কোন বন্দর প্রসিদ্ধ ?
Ⓐ চেন্নাই 
Ⓑ মুম্বাই 
Ⓒ তুতিকোরিন 
Ⓓ মার্মাগাঁও 

33. গান্ধী সাগর জলাধার কোন পরিকল্পনার অংশ ?
Ⓐ চম্বল পরিকল্পনা 
Ⓑ কোশী পরিকল্পনা 
Ⓒ দামোদর উপত্যকা পরিকল্পনা 
Ⓓ ভাকরা নাঙ্গাল উপত্যকা পরিকল্পনা 

34. ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি ?
Ⓐ মহারাষ্ট্রের কয়না 
Ⓑ গুজরাটের উকাই
Ⓒ উত্তরপ্রদেশের রিহান্দ
Ⓓ পাঞ্জাবের ভাকরা নাঙ্গাল 

35. প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির নামে মাল্টি-পারপাস স্পোর্টস কমপ্লেক্স কোথায় গড়ে উঠেছে ?
Ⓐ জম্মু-কাশ্মীর 
Ⓑ গুজরাট 
Ⓒ পশ্চিমবঙ্গ
Ⓓ তামিলনাড়ু 

36. কোন দেশে বিশ্বের প্রথম সংবাদপত্র চালু হয় ?
Ⓐ জাপান
Ⓑ চিন 
Ⓒ ইউ এস এ
Ⓓ ভারত

37. লুণ্ঠন শিল্প কোনটি ?
Ⓐ খনিজ আহরন 
Ⓑ কার্পাস বয়ন শিল্প 
Ⓒ মৎস্য আহরণ 
Ⓓ কাষ্ঠ শিল্প 

38. জাতির ঐক্য ও সংহতি শব্দগুলি ভারতীয় সংবিধানের কোথায় যুক্ত হয়েছে ?
Ⓐ প্রস্তাবনা 
Ⓑ রাষ্ট্রের নির্দেশমূলক নীতি 
Ⓒ জরুরি অবস্থার 
Ⓓ মৌলিক কর্তব্য 

39. কে প্রস্তাবনাকে ‘Soul of the Constitution’ বা ‘সংবিধানের আত্মা’ বলে মনে করতেন ?
Ⓐ জি অস্টিন 
Ⓑ ঠাকুরদাস ভাগর্ভ 
Ⓒ আরনেস্ট বার্কার
Ⓓ ভি পাইলি

40. ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি বজায় রাখার জন্য কোন দেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করলো আমেরিকা ?
Ⓐ জাপান 
Ⓑ অস্ট্রেলিয়া 
Ⓒ নেপাল 
Ⓓ মালদ্বীপ 

41. ‘দ্বিতীয় পরশুরাম’ উপাধিটি কার ?
Ⓐ কনিষ্ক 
Ⓑ অতীশ দীপঙ্কর
Ⓒ মিহিরকুল 
Ⓓ মহাপদ্ম নন্দ 

42. কোন বিখ্যাত ব্যক্তি ‘দ্য গ্রেটেস্ট’ নামে পরিচিত ?
Ⓐ উইলিয়াম শেক্সপিয়ার 
Ⓑ ধ্যানচাঁদ 
Ⓒ মহম্মদ আলী 
Ⓓ নেপোলিয়ন বোনাপার্ট 

43. ‘Waiting for the Mahatma’ বইটির লেখক কে ?
Ⓐ জওহরলাল নেহেরু 
Ⓑ সলমন রুশদি 
Ⓒ শ্রী অরবিন্দ 
Ⓓ আর. কে. নারায়ন 

44. ‘নিউ ইন্ডিয়া’ পত্রিকার প্রকাশক কে ছিলেন ?
Ⓐ অ্যানি বেসান্ত 
Ⓑ শ্যামাজী কৃষ্ণবর্মা
Ⓒ রুস্তম কামা 
Ⓓ রাজবিহারী বসু 

45. খাদ্য-লবণের রাসায়নিক নাম কি ?
Ⓐ পটাশিয়াম ক্লোরাইড
Ⓑ সোডিয়াম ক্লোরাইড 
Ⓒ ক্যালসিয়াম ক্লোরাইড 
Ⓓ সোডিয়াম হাইপো-সালফেট

46. ‘দাহনা’ কাকে বলা হয় ?
Ⓐ বালিয়াড়ি 
Ⓑ মরুদ্যান
Ⓒ মরুভূমি 
Ⓓ খনিঅঞ্চল 

47. মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় ? 
Ⓐ Archeology
Ⓑ Historiography
Ⓒ Numismatic 
Ⓓ Epigraphy 

48. বিম্বিসার-এর উপাধি কি ছিল ?
Ⓐ শ্রেনিক 
Ⓑ কুনিক 
Ⓒ পরাক্রমাঙ্ক
Ⓓ অমিত্রঘাত 

49. শিকাগোর  ‘ধর্ম মহাসভা’ কবে আয়োজিত হয়েছিল ?
Ⓐ 1895 সালে
Ⓑ 1896 সালে
Ⓒ 1893 সালে 
Ⓓ 1898 সালে 

50. যুক্তরাজ্যে প্রথম ভারতীয় শহীদ কে ?
Ⓐ সাভারকর
Ⓑ হরিদয়াল
Ⓒ মদনলাল ধিংড়া 
Ⓓ মোহন সিং ভাখনা 

File Details :-
File Name :- পশ্চিমবঙ্গ পুলিশ প্রশ্ন pdf  
File Language :- Bengali
File Size :-  1.8 MB
No. of Pages :- 11



More PDF
PDF Link
WBP Constable Preli. Practice Set 03Click Here
 WBP Constable Free Online Quiz Series Click Here

1 comment:

×close ad