WBP Constable Preliminary Practice Set 04 PDF in Bengali | পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট পিডিএফ | পশ্চিমবঙ্গ পুলিশ প্রশ্ন pdf
![]() |
| পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট পিডিএফ |
সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সাথে শেয়ার করবো আগত পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরিক্ষার প্রস্তুতির জন্য WBP Constable Preliminary Practice Set 04 PDF in Bengali | পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট পিডিএফ ; পশ্চিমবঙ্গ পুলিশ প্রশ্ন pdf; এই প্র্যাকটিস টির বিশেষত্ব হলো এটি সম্পূর্ণ বাংলা ভাষায় এবং এখানে সিলেবাস ভিত্তিক প্রশ্নোত্তর দেওয়া হয়েছে । এটি তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার জন্য খুবই প্রাসঙ্গিক । এছাড়া এই সেট টিতে মোট পঞ্চাশটি প্রশ্ন উত্তর পাবেন । আপনি যদি আগত পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে WBP Constable Preliminary Practice Set 04 in Bengali PDF : পশ্চিমবঙ্গ পুলিশ প্রশ্ন pdf টি ডাউনলোড করুন এবং জোর কদমে পড়তে থাকুন ।
⟿ সুতরাং, আর সময় অপচয় না করে নিচে থাকা লিংক থেকে WBP Constable Preliminary Practice Set 04 PDF in Bengali | পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট পিডিএফ টি Dwonload করে নিন ।
পশ্চিমবঙ্গ পুলিশ প্রশ্ন pdf
01. এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় -
Ⓐ অন্ধপ্রদেশ কে
Ⓑ কেরল কে
Ⓒ দিল্লি কে
Ⓓ মেঘালয় কে
02. আকাশ কি ধরনের ক্ষেপণাস্ত্র ?
Ⓐ ভূমি থেকে ভূমি
Ⓑ ভূমি থেকে আকাশ
Ⓒ আকাশ থেকে আকাশ
Ⓓ এন্টি মিসাইল ট্যাংক
03. কোন বিখ্যাত ব্যক্তি ভারতের পক্ষীমানব নামে পরিচিত ছিলেন ?
Ⓐ সেলিম আলী
Ⓑ প্রমথেশ বড়ুয়া
Ⓒ বিজয় প্রকাশ
Ⓓ কোনোটিই নয়
04. হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে ছিলেন ?
Ⓐ গীতা মুখার্জি
Ⓑ লিলা শেঠ
Ⓒ রানী জেঠমালানি
Ⓓ ফাতিমা বিবি
05. ভারতীয় রাজ্যের প্রথম মহিলা গভর্নর কে ?
Ⓐ সরোজিনী নাইডু
Ⓑ বিজয় লক্ষী পন্ডিত
Ⓒ সুচেতা কৃপালিনি
Ⓓ উপরের কেউই নন
06. সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাষ্ট্র হল -
Ⓐ নায়াগ্রা
Ⓑ ভারত
Ⓒ বাংলাদেশ
Ⓓ সিঙ্গাপুর
07. প্রথম কোন মহিলা জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হন ?
Ⓐ আশাপূর্ণা দেবী
Ⓑ মহাদেবী বর্মা
Ⓒ ঝুম্পা লাহিরি
Ⓓ কেউ নন
08. জাপানি ব্যবহৃত মুদ্রাকে কি বলা হয় ?
Ⓐ রুপাইয়া
Ⓑ রিয়াল
Ⓒ ইয়েন
Ⓓ ইউয়ান
09. রেশম উৎপাদনের জন্য রেশম কীটপ্রতিপালনের বিদ্যাকে কি বলা হয় ?
Ⓐ Apiculture
Ⓑ Silviculture
Ⓒ Floriculture
Ⓓ Sericulture
10. প্রথম কোন ভারতীয় বোলার টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেন ?
Ⓐ কপিল দেব
Ⓑ অনিল কুম্বলে
Ⓒ হরভজন সিং
Ⓓ রবি শাস্ত্রী
11. Paradise Lost - বইটি কার লেখা ?
Ⓐ ডিকেন্স
Ⓑ জন মিলটন
Ⓒ চার্লস ডারউইন
Ⓓ টমাস হার্ডি
12. পল্লীসমাজ এর রচিয়তা কে ছিলেন ?
Ⓐ রবীন্দ্রনাথ ঠাকুর
Ⓑ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Ⓒ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Ⓓ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
13. কলিঙ্গ পুরস্কার কোন বিষয়ে দেওয়া হয় ?
Ⓐ বিজ্ঞান
Ⓑ সঙ্গীত
Ⓒ খেলাধুলা
Ⓓ কোনোটিই নয়
14. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় ভাইস চ্যান্সেলর কে ?
Ⓐ সত্যেন্দ্রনাথ ঠাকুর
Ⓑ সত্যেন্দ্রনাথ বসু
Ⓒ জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর
Ⓓ স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়
15. “জয় জওয়ান জয় কিষান” - এটি কার উক্তি ?
Ⓐ নেতাজি সুভাষচন্দ্র বসু
Ⓑ জওহরলাল নেহেরু
Ⓒ লাল বাহাদুর শাস্ত্রী
Ⓓ মহাত্মা গান্ধী
16. উইন্টার অলিম্পিক কত সালে আরম্ভ হয় ?
Ⓐ ১৯৮৭ সালে
Ⓑ ১৯২৪ সালে
Ⓒ ১৯২০ সালে
Ⓓ ১৯৩৬ সালে
17. ‘পরশুরাম’ কার ছদ্মনাম ?
Ⓐ প্রথম চৌধুরী
Ⓑ বিমল ঘোষ
Ⓒ মোহিতলাল মজুমদার
Ⓓ রাজশেখর বসু
18. নিম্নলিখিত মধ্যে কোন দেশের সীমান্ত দীর্ঘতম ?
Ⓐ ভারত
Ⓑ রাশিয়া
Ⓒ ফ্রান্স
Ⓓ জিম্বাবোয়ে
19. কলকাতার হাওড়া ব্রিজ কোন ধরনের ব্রিজ ?
Ⓐ আর্ক ব্রিজ
Ⓑ ক্যান্টিলিভার ব্রিজ
Ⓒ বিম ব্রিজ
Ⓓ সাসপেনশন ব্রিজ
20. ‘Crime and Punishment’ বইটির লেখক কে ?
Ⓐ ফিয়োডর দস্তয়েভস্কি
Ⓑ ভিক্টর হুগো
Ⓒ মার্ক টোয়েন
Ⓓ লিও তলস্তয়
21. ভারতে কলা, সাহিত্য ও বিজ্ঞানে কৃতিত্বের জন্য সর্বোচ্চ সম্মান কোনটি ?
Ⓐ পদ্ম পুরস্কার
Ⓑ ভারতরত্ন পুরস্কার
Ⓒ গ্যালান্ট্রি পুরষ্কার
Ⓓ কোনোটিই নয়
22. ‘Making of the Mahatma’ -এর নির্দেশক হলেন -
Ⓐ শ্যাম বেনেগাল
Ⓑ হিলারি ক্লিনটন
Ⓒ রিচার্ড অ্যাটেনবরো
Ⓓ পিটার উস্টিয়ানভ
23. ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
Ⓐ পরেশনাথ
Ⓑ গুরুশিখর
Ⓒ মাকুতি
Ⓓ নবগ্রহ
24. নিচের কোনটি পাললিক শিলা নয় ?
Ⓐ ডলোরাইট
Ⓑ ডলোমাইট
Ⓒ কয়লা
Ⓓ কোনোটিই নয়
25. কাকে রাসায়নিক দূত বলা হয় ?
Ⓐ ভিটামিন
Ⓑ হরমোন
Ⓒ সিরাম
Ⓓ উৎসেচক
26. লিওনেস মেসি কোন দেশের খেলোয়াড় ?
Ⓐ স্পেন
Ⓑ আর্জেন্টিনা
Ⓒ পর্তুগাল
Ⓓ জার্মানি
27. ‘তুঘলক নামা’ গ্রন্থের রচিয়তা কে ?
Ⓐ আল-বিরুনী
Ⓑ ইবন-বতুতা
Ⓒ ফৌজি
Ⓓ আমির খসরু
28. চোল সাম্রাজ্যের রাজধানী কোনটি ?
Ⓐ কাঞ্চি
Ⓑ তাঞ্জোর
Ⓒ কল্যাণী
Ⓓ কোনোটিই নয়
29. টেলি যোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় ?
Ⓐ অবলোহিত রশ্মি
Ⓑ অতিবেগুনি রশ্মি
Ⓒ মাইক্রো তরঙ্গ
Ⓓ এক্স রশ্মি
30. কে ভারতীয় সংবিধান কে ‘আইনজীবিদের স্বর্গরাজ্য’ হিসেবে গণ্য করেছিলেন ?
Ⓐ এম ভি পাইলি
Ⓑ ঠাকুরদাস ভার্গব
Ⓒ আরনেস্ট বার্কার
Ⓓ ভি পাইলি
31. এক টাকার নোটে কার স্বাক্ষর থাকে ?
Ⓐ অর্থমন্ত্রী
Ⓑ RBI গভর্নর
Ⓒ অর্থসচিব
Ⓓ প্রধানমন্ত্রী
32. ভারতে লৌহ আকরিক রপ্তানির জন্য কোন বন্দর প্রসিদ্ধ ?
Ⓐ চেন্নাই
Ⓑ মুম্বাই
Ⓒ তুতিকোরিন
Ⓓ মার্মাগাঁও
33. গান্ধী সাগর জলাধার কোন পরিকল্পনার অংশ ?
Ⓐ চম্বল পরিকল্পনা
Ⓑ কোশী পরিকল্পনা
Ⓒ দামোদর উপত্যকা পরিকল্পনা
Ⓓ ভাকরা নাঙ্গাল উপত্যকা পরিকল্পনা
34. ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি ?
Ⓐ মহারাষ্ট্রের কয়না
Ⓑ গুজরাটের উকাই
Ⓒ উত্তরপ্রদেশের রিহান্দ
Ⓓ পাঞ্জাবের ভাকরা নাঙ্গাল
35. প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির নামে মাল্টি-পারপাস স্পোর্টস কমপ্লেক্স কোথায় গড়ে উঠেছে ?
Ⓐ জম্মু-কাশ্মীর
Ⓑ গুজরাট
Ⓒ পশ্চিমবঙ্গ
Ⓓ তামিলনাড়ু
36. কোন দেশে বিশ্বের প্রথম সংবাদপত্র চালু হয় ?
Ⓐ জাপান
Ⓑ চিন
Ⓒ ইউ এস এ
Ⓓ ভারত
37. লুণ্ঠন শিল্প কোনটি ?
Ⓐ খনিজ আহরন
Ⓑ কার্পাস বয়ন শিল্প
Ⓒ মৎস্য আহরণ
Ⓓ কাষ্ঠ শিল্প
38. জাতির ঐক্য ও সংহতি শব্দগুলি ভারতীয় সংবিধানের কোথায় যুক্ত হয়েছে ?
Ⓐ প্রস্তাবনা
Ⓑ রাষ্ট্রের নির্দেশমূলক নীতি
Ⓒ জরুরি অবস্থার
Ⓓ মৌলিক কর্তব্য
39. কে প্রস্তাবনাকে ‘Soul of the Constitution’ বা ‘সংবিধানের আত্মা’ বলে মনে করতেন ?
Ⓐ জি অস্টিন
Ⓑ ঠাকুরদাস ভাগর্ভ
Ⓒ আরনেস্ট বার্কার
Ⓓ ভি পাইলি
40. ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি বজায় রাখার জন্য কোন দেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করলো আমেরিকা ?
Ⓐ জাপান
Ⓑ অস্ট্রেলিয়া
Ⓒ নেপাল
Ⓓ মালদ্বীপ
41. ‘দ্বিতীয় পরশুরাম’ উপাধিটি কার ?
Ⓐ কনিষ্ক
Ⓑ অতীশ দীপঙ্কর
Ⓒ মিহিরকুল
Ⓓ মহাপদ্ম নন্দ
42. কোন বিখ্যাত ব্যক্তি ‘দ্য গ্রেটেস্ট’ নামে পরিচিত ?
Ⓐ উইলিয়াম শেক্সপিয়ার
Ⓑ ধ্যানচাঁদ
Ⓒ মহম্মদ আলী
Ⓓ নেপোলিয়ন বোনাপার্ট
43. ‘Waiting for the Mahatma’ বইটির লেখক কে ?
Ⓐ জওহরলাল নেহেরু
Ⓑ সলমন রুশদি
Ⓒ শ্রী অরবিন্দ
Ⓓ আর. কে. নারায়ন
44. ‘নিউ ইন্ডিয়া’ পত্রিকার প্রকাশক কে ছিলেন ?
Ⓐ অ্যানি বেসান্ত
Ⓑ শ্যামাজী কৃষ্ণবর্মা
Ⓒ রুস্তম কামা
Ⓓ রাজবিহারী বসু
45. খাদ্য-লবণের রাসায়নিক নাম কি ?
Ⓐ পটাশিয়াম ক্লোরাইড
Ⓑ সোডিয়াম ক্লোরাইড
Ⓒ ক্যালসিয়াম ক্লোরাইড
Ⓓ সোডিয়াম হাইপো-সালফেট
46. ‘দাহনা’ কাকে বলা হয় ?
Ⓐ বালিয়াড়ি
Ⓑ মরুদ্যান
Ⓒ মরুভূমি
Ⓓ খনিঅঞ্চল
47. মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় ?
Ⓐ Archeology
Ⓑ Historiography
Ⓒ Numismatic
Ⓓ Epigraphy
48. বিম্বিসার-এর উপাধি কি ছিল ?
Ⓐ শ্রেনিক
Ⓑ কুনিক
Ⓒ পরাক্রমাঙ্ক
Ⓓ অমিত্রঘাত
49. শিকাগোর ‘ধর্ম মহাসভা’ কবে আয়োজিত হয়েছিল ?
Ⓐ 1895 সালে
Ⓑ 1896 সালে
Ⓒ 1893 সালে
Ⓓ 1898 সালে
50. যুক্তরাজ্যে প্রথম ভারতীয় শহীদ কে ?
Ⓐ সাভারকর
Ⓑ হরিদয়াল
Ⓒ মদনলাল ধিংড়া
Ⓓ মোহন সিং ভাখনা
File Details :-
File Name :- পশ্চিমবঙ্গ পুলিশ প্রশ্ন pdf
File Language :- Bengali
File Size :- 1.8 MB
No. of Pages :- 11
More PDF
|
PDF Link
|
|---|---|
| WBP Constable Preli. Practice Set 03 | Click Here |
| WBP Constable Free Online Quiz Series | Click Here |

I learn something from ur telegram
ReplyDelete